কিভাবে আপনার ক্যামেরা দীর্ঘদিন ব্যবহার করবেন?

শখের বসে বা পেশাগত কারণে আমরা অনেকেই ব্যবহার করি ক্যামেরা কিন্তু আমাদের অবহেলার জন্য প্রায় ক্ষতিগ্রস্ত হয় এই ডিভাইসটি! অল্প কিছু টিপস মনে রাখলেই ক্যামেরা লং লাস্টিং করা সম্ভব।

তো চলুন জেনে নেই কিভাবে একটি ক্যামেরা পুরোপুরি সুরক্ষিত রাখা যায় এবং লং লাস্টিং করা যায় অনেকদিন।

  1. ক্যামেরার প্রধান শত্রু হলো পানি তাই পানির সংস্পর্শ থেকে ক্যামেরা কে দূরে রাখুন।
  2. ক্যামেরা কে সব সময় ধুলোবালিহীন এবং ঠান্ডাস্থানে রাখতে হবে।
  3. লেন্স সবসময় নরম কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে এবং ক্যামেরার লেন্স ব্যবহারের ক্ষেত্রে এক লেন্স থেকে অন্য লেন্সের শিফট হতে কম সময় নিতে হবে, যাতে করে ধুলোবালি প্রবেশ করতে না পারে।
  4. নিয়মিত ব্যাটারি চার্জ করুন এবং চার্জ সম্পূর্ণ হলে চার্জে থেকে খুলে ফেলুন কারণ চার্জ হয়ে যাওয়ার পরও! চার্জে দিয়ে রাখলে অনেক সময় ব্যাটারি দুর্বল হয়ে যায়।
  5. ছয় মাস পরপর ব্যাটারি চেক করে দেখুন সবকিছু ঠিকঠাক আছে নাকি।
  6. ক্যামেরা মেমোরি কার্ড কখনোই কম্পিউটারে ফরমেট করবেন না- ক্যামেরা থেকেই মেনু থেকেই ফরমেট দিন।
  7. মাইক্রো ফাইবার কাপড় দিয়ে লেন্স পরিস্কার করুন।
  8. ডিএসএলআর ক্যামেরা বন্ধ করা অবস্থায় সব সময় ব্লেস ক্যাপ ব্যবহার করবেন।
  9. কোন অবস্থায় গিয়েই ক্যামেরার গায়ে আঘাত করানো যাবে না! বাইরে থেকে আঘাত পেলে ভিতরের সূক্ষ্ম জোড়া গুলো নড়ে গিয়ে ক্যামেরায় সমস্যা দেখা দেয়।
  10. বাতাস ঢুকতে পারে না এমন বাক্সে কিংবা ড্রয়ার এ ক্যামেরা রাখুন।
  11. লেন্সের মূল শত্রু হলো আর্দ্রতা-আদ্র পরিবেশে লেন্সের ভিতর এক অদ্ভুত জিনিস দেখা যায়! তাই ক্যামেরা এবং লেন্স বাঁচাতে হলে TRI BOX নেয়া উচিত।
  12. সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার না করলে সর্বদা লেন্সের ক্যাপ লাগিয়ে রাখবেন! ক্যামেরার ব্যাটারি অহেতুক ক্যামেরার মধ্যে ভরে রাখবেন না।
তো উপরের টিপস গুলো যদি আপনি ফলো করেন তাহলে খুব সহজেই আপনার কষ্টের টাকার ক্যামেরার পুরোপুরি যত্ন আপনি নিয়ে ফেললেন।
এই ছিল আমাদের আজকের টেক টিপস ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না! আর আমাদের সাইটের সাথেই থাকবেন ধন্যবাদ।