স্মার্টফোন জগতের সুপারজান শাওমি! সুলভ মূল্যে দারুন সব ফিচার্স। এই বৈশিষ্ট্য শাওমি কে করেছে অনন্য। তাদের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হলো redmi.
নভেম্বরের প্রথম সপ্তাহেই বাজারে আসছে সর্বশেষ লাইন আপ redmi note 12. এবারের সিরিজে থাকছে চারটি মডেল-
- Redmi note 12 5G
- 12 Pro
- 12 Pro plus
- 12 explorer
সবগুলো ফোনেই সাপোর্ট করে ৫-জি প্রযুক্তি।
শুরুতেই দৃষ্টি দেওয়া যাক entry level বা vanilla redmi note এর দিকে। প্রথমে যে ফিচারটা চোখে পড়বে, তা হলো এর chipset.
প্রথমবারের মতো শাওমি ব্যবহার করেছে Snapdragon 4gen 1 chipset. গ্রাফিক্সের জন্য রয়েছে adreno 619 CPU. (950 MHz)
Emulate display refreshed বের হয়েছে ১২০ হার্জ। বাদ পড়েছে আলটা ওয়েলেট ulta wite camera. আহামরি নতুন কিছু নয়! 48 megapixel main shooter ও
সেলফি ক্যামেরা ও মাত্র 8 megapixel এর। ফোনটিতে নেই কোন কার্ডস লট! তাই সন্তুষ্ট থাকতে হবে ১২৮ বা ২৫৬ জিবি ফোন মেমোরিতেই।
এর বাইরে redmi note 11 এর মত এখানেও রয়েছে 5000 মিলি আম্পের ব্যাটারি, যার সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার।
4, 6 ও 8gb ram এর variant এ এসেছে ফোনটি। Vanilla redmi 12 এর সীমাবদ্ধতা অনেকটা দূর করেছে redmi 12 Pro. আছে Ulta wite camera সেলফি ক্যামেরা ও 16 megapixel এর।
Display তে রয়েছে Dolby vision আর HDR support. তবে এবারে Snapdragon নয়, জায়গা করে নিয়েছে MediaTek এর নতুন Dimensity চিপ 1080.
Battery capacity একই থাকলেও দ্বিগুণ হয়েছে চার্জের গতি! ফোনটি আসছে সিক্স এইট ও ১২ জিবি র্যামের variant এ।
Redmi note 12 Pro এবং Pro plus প্রায় একই। শুধু তফাৎ দুটি ফিচারে, Pro plus এ আছে 200 megapixel camera আর charge capacity 120 wate. শাওমি বলছে ফোনটি ফুল চার্জ হতে সময় নিবে মাত্র ১৯ মিনিট।
এরপরে বাকি থাকে redmi note 12 explorer!
এই ফোনটিও বলতে গেলে পুরোপুরি redmi Pro plus এর মতই। তফাৎ শুধু এক জায়গায় *চার্জারে*। শাওমি জানাচ্ছে explorer addition এর চার্জ ক্যাপাসিটি ২১০ ওয়াট।
যা কিনা ৪৩০০ মিলি আম্পের ব্যাটারিকে ফুল চার্জ করে ফেলবে মাত্র ৯ মিনিটেই। বলা যায় পুরো রেডমি টুয়েল সিরিজের সবচেয়ে বড় চমক'ই হলো এই explorer addition এর অবিশ্বাস্য গতির চার্জ।
রেডমি দাবি করছে আগের সিরিজ থেকে ভালো হবে redmi note 12 এর performance. চীনে ফোনগুলো বিক্রি শুরু পহেলা নভেম্বর থেকে। বাংলাদেশ বাজারে variant অনুসারী দাম হতে পারে ১৭ হাজার থেকে শুরু করে ৪০ হাজার টাকা পর্যন্ত।
অফিসিয়ালি ফোনগুলো কিনতে ক্রেতাদের অপেক্ষা করতে হবে আরো কিছুদিন।
এতক্ষণ pocobd এর পক্ষ থেকে আপনাদের সাথে ছিলাম আমি ঈশান চৌধুরী..
0 মন্তব্যসমূহ