বর্তমান সময়ে আমরা যেদিকেই তাকাই সেদিকেই যেন রয়েছে টেকনোলজির ব্যাপক ব্যবহার, আর বর্তমানে এটি স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। টেকনোলজি আমাদের জীবনকে করেছে কয়েক হাজার গুণ সহজ।
পৃথিবীতে কোন কিছুই থেমে নেই ,থেমে নেই বিজ্ঞানীদের আবিষ্কারও, বিজ্ঞানীরা প্রতিমুহূর্তে তৈরি করছেন নতুন নতুন টেকনোলজি! তাই আমি আপনাদেরকে এমন কিছু টেকনোলজির সঙ্গে পরিচয় করিয়ে দিব যেগুলো অনেক হেল্পফুল হবে।
1. MY STATION
উপরের ভিডিওতে যে বক্স দেখতে পারতেছেন ওটির নাম ই "মাই স্টেশন" এটা সাধারণ কোন বাক্স না! এটি রয়েছে ৩ টি অসাধারণ কাজ যা আপনাদেরকে পুরোপুরি অবাক করে দিবে।
- প্রথম বক্সের মধ্যেই ফাস্ট ওয়ারলেস চার্জিং সিস্টেম রয়েছে।
- দ্বিতীয় বক্সের মধ্যে সেনিটাইজিং সিস্টেম রয়েছে।
- আরো রয়েছে ইউএসবি পোর্ট যার মাধ্যমে আপনি ফোন ছাড়া অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস চার্জ দিতে পারবেন।
আর এই বক্সটি দাম পড়বে মাত্র ১০৯ থেকে ১৫৯ মার্কিন ডলারের মধ্যে।
2. S1 SMART LOCK
আপনারা হয়তো ইতিমধ্যেই অনেক ধরনের স্মার্ট ডোর লক দেখেছেন? কিন্তু এই s1 smart লক -টি সম্পূর্ণ আপনার ধারণাটাকেই পাল্টে দিবে।
- এতে আপনি আপনার ইচ্ছামত নাম্বার পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন।
- আরো রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার মাধ্যমে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েও লক খুলতে পারবেন।
- এছাড়াও আপনি আপনার মোবাইলের স্ক্রিনেও লক খুলতে পারবেন!
- আপনি যদি রুমের দরজা আটকাতে ভুলে যান তাহলে কোন সমস্যাই নেই কারণ এই লক-টি নিজে থেকেই লক হয়ে যাই।
আর জানলে অবাক হবেন এটি পৃথিবীর প্রথম স্মার্ট ডোর লক যেটি এলেক্সা বা গুগল অ্যাসিস্ট্যান্ট এর মাধ্যমেও লক কিংবা খোলা যায়। আর এই চমৎকার জিনিসটি কিনতে পারবেন মাত্র ৩৬৯ ডলার খরচ করে।
3. PICO
আপনার যদি গার্ডেনিং এর শখ থাকে কিন্তু জায়গার অভাবে গার্ডেন করতে পারছেন না, তাহলে চিন্তার কোনই কারণ নেই এই পিকো গ্যাজেটটি আপনার জন্য।
- এই পিকো গেজেট এর সাহায্যে আপনি আপনার রুমের মধ্যেই গার্ডেনিং করতে পারবেন।
- এই গেজেটের ভিতরে মাটি ঢেলে গাছ লাগিয়ে দিতে হবে এবং সময় মতো দেখভাল এবং পানি দিলেই আপনার আপনার গার্ডেন তৈরি হয়ে যাবে।
এখন নিশ্চয়ই ভাবছেন আমার ঘরে তো সূর্যের আলো পৌঁছায় না? চিন্তার কারণই নেই কারণ ডিভাইস টিতে রয়েছে আলোর ব্যবস্থা যেটি এই গ্যাজেট এর নিচে থাকা ইউএসবি পোর্ট এর মাধ্যমে জ্বালানো যায়।
4. TERMINAL DISCOLORATION BACK CASE
আমরা প্রায় সকলেই মোবাইলের ব্যাক কভার বা ব্যাক কেস ব্যবহার করে থাকি! কিন্তু থার্মাল ডিসক্লারেশন ব্যাক-কেস টি দেখতে বেশ স্টাইলিশ।
এই ব্যাক কভারটি হিট সেনসিটিভ মেটেরিয়াল দিয়ে বানানো হয়েছে, এর ফলে আপনি যখনই এটাকে স্পর্শ করবেন তখনই কিছু সময়ের জন্য এটি কালার পরিবর্তন করে, যেটি দেখতে অনেক বেশি ইউনিক এবং স্টাইলিশ লাগে।
এই ব্যাক কভার টির দামও কিন্তু আকাশছোঁয়া নয় মাত্র ১০ ডলার দিয়েই কিনে নেয়া যাবে এই দারুন স্টাইলিশ ব্যাক কভারটি।
5. INSTA X MINI FUIIFILM
স্মার্ট ফোন আসার পরে যেন ফিল্ম ক্যামেরার কথা পুরোপুরি ভুলে গিয়েছে বিশ্ব! তো আজকে একটি চমৎকার ফিল্ম ক্যামেরার সাথে পরিচয় করায় দিব যার নাম *ইনস্টা এক্স মিনি*
- এই ক্যামেরাটি দ্বারা আপনি অসাধারণ ফটোগ্রাফি করতে পারবেন।
আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে গিয়ে ক্যামেরার মধ্যেই ফটো প্রিন্টার, যার সাহায্যে আপনি ছবি তোলার পরপরই প্রিন্ট অপশনে চাপ দিয়ে ক্যামেরার সাথে উপর দিয়ে ফটো প্রিন্ট করে নিতে পারবেন।
এই INSTA X MINI ক্যামেরাটির দাম: ৬৪ ইউ এস ডলার।
6. Ring Floodlight CAm
বর্তমান সময়ে আমরা নিজের সুবিধার্থে ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠান এবং বাসা বাড়িতে সিসি ক্যামেরা ব্যবহার করি।
কিন্তু আমি আপনাদেরকে এমন একটা সিসি ক্যামেরার সাথে পরিচয় করিয়ে দিব, যা আপনাদের নিরাপত্তা লেভেল এর আরো একধাপ উপরে নিয়ে যাবে।
হ্যাঁ কথা বলছিলাম Ring Floodlight নামের ক্যামেরা নিয়ে, এই ক্যামেরাটি রিং নামে একটি মোবাইল অ্যাপ দিয়ে ওয়াইফাই কানেক্ট এর মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন।
এই ক্যামেরা রয়েছে কিছু অসাধারণ বৈশিষ্ট্য।
- যেমন এই ক্যামেরায় রয়েছে দুই হাজার ভোল্টের দুইটি ল্যাম্প।
- এবং ১০৮০ এইচডি ভিডিও।
- কালার নাইট ভিশন, এই ফিচার টির সাহায্যে রাতেও ভালো মানের ভিডিও ফুটেজ পাওয়া যায়।
- এছাড়াও এতে রয়েছে একটি স্পিকার যার সাহায্যে আপনি বাইরে দাঁড়িয়ে থাকা মানুষের সঙ্গে কথা বলতে পারবেন।
- সবচাইতে চমৎকার ব্যাপার হলো এতে রয়েছে মোশন সেন্সর এবং একটি ইমারজেন্সি অ্যালার্ম।
গোপনে কোন ব্যক্তি আসলে মোশন সেন্সর এর আপনার ফোনে নোটিফিকেশন চলে আসবে এবং সাথে সাথে অ্যালার্ম ও বেজে ওঠে।
এই সিসি ক্যামেরাটি অর্থাৎ Ring Floodlight এর দাম ২০০ ইউএস ডলার।
এই গেজেট গুলোর মধ্যে কোন গ্যাজেটটি সবচাইতে আপনার কাছে ভালো লেগেছে সেটি কমেন্ট সেকশনে জানাতে পারেন।
0 মন্তব্যসমূহ