পাতার বিশ্বকাপে কোন দল কত টাকা পাবে?

আগামী রবিবার থেকে শুরু হতে চলেছে জনপ্রিয় ফুটবল বিশ্বকাপ, বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে কাতারে বিশ্বকাপ জয়ের লড়াইয়ে নামবে মোট ৩২ টি দল, সেই সাথে লড়াইয়ে নামবে বাংলাদেশের ১৭ কোটি জনগণ, বুড়ো থেকে শিশু কেউ বাদ যাবে না এই লড়াইয়ে, কার হাতে ট্রফি উঠবে জানা যাবে ১৮-ই নভেম্বর।

তবে যে দলই জিতুক না কেন ব্রাজিল-আর্জেন্টিনার সাপোর্টার হয়ে আপনি কিন্তু এক টাকাও পকেটে ঢোকাতে পারছেন না, তবে হ্যাঁ তাদের পকেটে ঢুকতে চলেছে বিরাট টাকার পুরস্কার মূল্য, এবারের বিশ্বকাপের পুরস্কার মূল্য আগের চাইতে অনেকটাই বাড়িয়েছে ফিফা, এর ফলে প্রতিটি পর্যায়ে আগের থেকে বেশি অর্থ পাওয়া যাবে।

চলুন তাহলে জেনে নেওয়া যাক যদি বিশ্বকাপে মেসি ও নেইমারের দল বিশ্বকাপ জিততে পারে তাহলে তারা কত টাকা করে পাবে?

এবারের বিশ্বকাপে সব মিলিয়ে ৪৪ কোটি ডলার , মানে বাংলাদেশী টাকায় ৪,৫৩০ কোটি টাকা পুরস্কার মূল্য দিবে ফিফা, গতবারের চাইতে ৪ কোটি ডলার বেশি, ২০১৪ বিশ্বকাপে ৩৫ কোটি ৮০ লাখ ডলার পুরস্কার মূল্য ছিল।

ফিফার নিয়ম অনুযায়ী প্রতিটি দেশে কিছু না কিছু অর্থ পাবে, যত বেশি এগিয়ে যাওয়া যাবে ততই পুরস্কারের অর্থের পরিমাণ বাড়বে।

  • বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে যে দেশগুলি বিদায় নিবে তারা প্রত্যেকে ৯০ লাখ ডলার বা ৯২ কোটি টাকা করে পাবে।
  • পি কোয়ার্টারে উঠলে পাওয়া যাবে ১ কোটি ৩০ লাখ ডলার বা ১৩৩ কোটি টাকা।
  • কোয়ার্টার ফাইনালে উঠলে পাওয়া যাবে ১ কোটি ৭০ লাখ ডলার বা ১৭৫ কোটি টাকা পাবে।
  • চতুর্থ স্থানাধি কারী দল পাবে আড়াই কোটি ডলার বা ২৫৭ কোটি টাকা।
  • তৃতীয় স্থান দখলকারী দল পাবে ২ কোটি ৭০ লাখ ডলার বা ২৭৮ কোটি টাকা।
  • ফাইনালে পরাজিত টিমের ঘরে ঢুকবে ৩ কোটি ডলার বা ৩০৮ কোটি টাকা।
  • আর ফাইনালে যারা ট্রফি জিতবে তারা ৪ কোটি ২০ লাখ ডলার বা ৪৩২ কোটি টাকা পাবে, অর্থাৎ দ্বিতীয় স্থানাধি কারির চাইতে প্রায় ১২৫ কোটি টাকা বেশি।

২০১৮ সালে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স পেয়েছিল ৩ কোটি ৮০ লক্ষ ডলার! রানার্স অফ ক্রোয়েশিয়া এর ঘরে ঢুকে ২ কোটি ৮০ লাখ ডলার।

২০০৬ বিশ্বকাপের আগে ট্রফি জয়ী দল কখনোই ১ কোটি ডলারের বেশি পাইনি, প্রায় প্রতি বছরই ফিফা পুরস্কার মূল্য বাড়াচ্ছে।

১৯৮২ সালে যেখানে ফিফার মোট পুরস্কার মূল্য ছিল ২.২ মিলিয়ন ডলার বা ১৭.৯৭ কোটি টাকা, তা এই ৩০ বছরে বেড়ে গিয়েছে কয়েকশো গুণ।

খেলোয়ারদের ও অর্থ আয়ের সুযোগ থাকবে কাতার বিশ্বকাপে, বেশিরভাগ ফুটবল ফেডারেশন-ই তাদের খেলোয়ারদের এই অর্থ দিয়ে থাকে।

অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশন যেমন জানিয়েছে বিশ্বকাপে খেলার জন্য দলের প্রত্যেক প্লেয়ারকে ১ লক্ষ ২৮ হাজার ডলার দিবে ! নক আউট পর্বে উঠতে পারলে অতিরিক্ত আরো ১ লাখ ৬৪ হাজার ডলার করে দেয়া হবে খেলোয়ারদের।

তো ভিউয়ার্স এবারের কাতার বিশ্বকাপে আপনি কোন দল সমর্থন করছেন? এবং আপনার প্রিয় খেলোয়াড়ের নাম কি সেটি কমেন্ট সেকশনে জানাতে পারেন, বিশ্বকাপের চমৎকার সব খবর গুলো সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটটি সেভ করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ।