যেহেতু শীতকাল প্রায় চলেই এসেছে, আর শীতের কথা ভাবলে সবার প্রথমে যে কাপড়টির কথা মাথায় আসে সেটি হলো একটি জ্যাকেট, তবে এই জ্যাকেটগুলো কিন্তু অনেক প্রকার হয়ে থাকে কিন্তু সব প্রকার জ্যাকেট ই কিন্তু স্টাইলিশ হয়না।
আর ঠিক তাই আজকের এই আর্টিকেলে আমি সেরা ৪ টি জ্যাকেট সম্পর্কে বলবো, যেগুলো পরলে এই শীতে আপনাক সবার চাইতে বেশি স্টাইলিশ এবং হ্যান্ডসাম লাগবে।
বোম্বার জ্যাকেট
জ্যাকেট জগতের সবচাইতে বেশি- লাইট ওয়েট, কমফোর্টেবল, AFFORDABLE, এবং স্টাইলিশের মামলায় মাস্টার পিস জ্যাকেট হল এই বোম্বার জ্যাকেট।
এই বোম্বার জ্যাকেট মূলত তিন প্রকার হয় সেগুলো হলো-
- Synthetic bomber jacket
- Sweet bomber jacket
- Varsity bomber jacket
তো কোনটা কোন টাইপের বোম্বার জ্যাকেট চিনবেন যেভাবে-
- যেগুলো একটু ফোলা ফোলা এবং চকচকে দেখাই সেগুলো বুঝবেন Synthetic বোম্বার জ্যাকেট।
- আর যেগুলো লেদার টাইপ এর সেগুলো বুঝবেন এটি সুইট বাম্বার জ্যাকেট।
- যেগুলোতে দেখবেন বাটন আছে সেগুলো বুঝবেন এটি ভার্সিটি বোম্বার জ্যাকেট।
আর এই বোম্বার জ্যাকেট গুলো কিন্তু অনেক ধরনের কালার হয়ে থাকে তো সেই কালার গুলোর মধ্যে থেকে সেরা কিছু কালার আমি আপনাদেরকে সাজেস্ট করছি ! সেগুলো হলো-
- ব্ল্যাক
- অলিভ
- নেভি ব্লু
- লাইট অলিভ
- গ্রে
আর যদি আপনি ভার্সিটি বোম্বার জ্যাকেট নেন তাহলে অবশ্যই নেভি ব্লু ট্রাই করতে পারেন। বোম্বার জ্যাকেট মূলত অফলাইনের দোকানে গিয়ে ট্রাইল দিয়ে কিনতে হয়।
আর এই বোম্বার জ্যাকেট কেনার জন্য আপনার সর্বোচ্চ বাজেট হওয়া উচিত ১২০০ থেকে ৩ হাজার টাকা এর বেশি একটি বোম্বার জ্যাকেটের পিছনে খরচ করা মোটেও ঠিক হবে না।
ডেনিম জ্যাকেট
একটি ড্যানিম জ্যাকেট হচ্ছে সকল প্রকার জ্যাকেটের মধ্যে সবচাইতে বেশি- ভার্সেটাইল এবং স্টাইলি জ্যাকেট গুলোর মধ্যে অন্যতম।
ডেনিম জ্যাকেট মূলত তিন প্রকার হয়ে থাকে যেগুলো হলো-
- TUCKER STYLE
- ZIPPER
- BIKER
তবে এই তিন ধরনের ডেনিম জ্যাকেট এর মধ্যে আপনি সবসময় tucker স্টাইল ডেনিম জ্যাকেট কিনবেন।
আর আমি যদি এবার ডেনিম জ্যাকেট এর রং নিয়ে কথা বলি তাহলে মূলত ৩ টি- রং খুবই ভালো লাগে সেগুলো হলো- লাইট ব্লু, নেভি ব্লু , এবং ব্ল্যাক।
যে ডেনিম জ্যাকেট কেনা উচিত নয়- আর ডেনিম জ্যাকেট কেনার সময় আপনি কিন্তু খুব বেশি ছেঁড়াফাটা বেশি স্টিকারযুক্ত ডেনিম জ্যাকেট ভুলেও কিনবেন না কারন সেটি আপনার লুকটাকে পুরা বাচ্চা বানিয়ে দিবে।
যে ডেনিম জ্যাকেট কিনবেন- আপনি হালকা ছেঁড়াফাটা এবং ২ একটা স্টিকারযুক্ত ডেনিম জ্যাকেট কিনতে পারেন আপনি অফলাইন যে কোন জায়গা থেকে ডেনিম জ্যাকেট কিনতে পারেন তবে আমার সাজেস্ট থাকবে অফলাইনে ট্রাইল দিয়ে কেনার জন্য।
লেদার জ্যাকেট।
জ্যাকেট জগতের সবচাইতে বেশি- আট্রাক্টিভ, এক্সপেন্সি , ও প্রিমিয়াম জ্যাকেট হলো এই লেদার জ্যাকেট। এবং এই জ্যাকেটটি আপনাকে আর পাঁচটা ছেলের থেকে আলাদা এবং প্রিমিয়াম লুক দিবেন।
আর লেদার জ্যাকেটের লেদার ও কিন্তু তিন টাইপের হয়ে থাকে সেগুলো হলো-
- আর্টিফিশিয়াল লেদার।
- নিউ বুক লেদার।
- জেনুইন লেদার।
আপনি এই তিন টাইপের ই লেদারের লেদার জ্যাকেট কিনতে পারেন, আর আমি যদি লেদার জ্যাকেটের টাইপ সম্পর্কে বলি তাহলে লেদার জ্যাকেট ও ৩ টাইপ হয়ে থাকে সেগুলো হলো-
- ক্যাফে রেসার।
- বাইকার।
- বোম্বার।
তো এইগুলোর মধ্যে আপনি ব্ল্যাক অথবা ব্রাউন কালারের ক্যাফে রেসার অর বাইকার জ্যাকেট কিনতে পারেন, কারণ বোম্বার টাইপের লেদার জ্যাকেট গুলো ততটা ভালো দেখায় না।
আর এই লেদার জ্যাকেট গুলো কিন্তু একটা লংটাইম ইনভেসমেন্ট এর মধ্যে পড়ে, আর এর কারণ হলো আপনি যদি একটা ভালো মানের লেদার জ্যাকেট কিনেন তাহলে সেটি অনায়াসে ৫ থেকে ১০ বছর পর্যন্ত চলে যাবে।
আর আপনি আপনার আশেপাশে থাকা যেকোন লেদারের দোকান কিংবা ব্র্যান্ড থেকে একটি লেদার জ্যাকেট কিনে নিতে পারেন।
হুডি
শীতকালে যে কাপড়টি সবচাইতে বেশি পরিমাণে পরা হয় সেটি হল একটা হুডি, আর এই হুডি দুই ধরনের হয়ে থাকে তা হলো- জিপার ও প্লেন আর এই দুই ধরনের হুডিই আপনারা কিনতে পারেন।
- আর হুডির জন্য সেরা কয়েকটি কালার হচ্ছে- ব্ল্যাক
- নেভি ব্লু
- অলিভ গ্রিন
- মারুন
- গ্রে
- ইত্যাদি ইত্যাদি
আরেকটি ব্যাপার আপনাদেরকে জানিয়ে দিই সেটি হলো হুডি সহ সকল প্রকার জ্যাকেট গুলোর ফিটিং কিন্তু আলাদা আলাদা হয় ! আর সেই ব্যাপারগুলো আমি এই একটা আর্টিকেলে বলতে পারলাম না। তাই আপনি যদি প্রত্যেকটা জ্যাকেটের উপর একটা করে সেপারেট আর্টিকেল চান তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আজকের মত এখানেই শেষ করছি ভালো থাকুন আল্লাহ হাফেজ।
0 মন্তব্যসমূহ